পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা (Students Role to Protect Environment)

 Plantation(বৃক্ষরোপণ)
পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা

     আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। অথচ সেই পরিবেশে মানুষের  অনন্ত চাহিদা আর অপরিমেয় লোভের শিকার হয়ে ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বাতাস, জল, মাটিতে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে।

কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া
Industrial Pollution(কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া)
             যানবাহনের কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার মানুষ সর্দি-কাশি, হাঁপানি ,নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হচ্ছে বা তার ব্যাধির প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা ,এমনকি জড় জগৎও। কলকারখানার বর্জ্য পদার্থ, কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক জ্বালানি ,হিসেবে ব্যবহৃত তেল প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এসব বর্জ্যে, শহরাঞ্চলে আবর্জনায় আর জঞ্জালে মাটি ও দূষিত হচ্ছে। যানবাহনের প্রবল শব্দ ,শব্দবাজি ,মাইক্রোফোনের উচ্চশব্দ স্নায়ুতন্ত্রকে বিকল করে দিচ্ছে , বধিরতা সৃষ্টি করছে, হৃদস্পন্দনের হারে তারতম্য রক্তচাপের হ্রাস বৃদ্ধির কারণ হয়ে উঠছে ।পারমাণবিক অস্ত্র কে ত্বরান্বিত করে তুলছে।

                 যন্ত্রসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের  ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে পরিবেশকে প্রতিনিয়ত আঘাত করছে ।উপেক্ষা করছে প্রকৃতিকে। বাসস্থানের প্রয়োজনে নির্বিচারে অরণ্য ধ্বংস করছে। বিজ্ঞান আর প্রযুক্তির লক্ষ্যে ভুলে গেছে পরিবেশের ভারসাম্যের দিকটিকে। এই দূষণ এর কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে।

         পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠার পাশাপাশি তাকে সুস্থ রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে
Students role to protect Environment
Students Campaign
পারে অদম্য প্রাণশক্তিতে  উদ্দীপ্ত তরুণ ছাত্র সমাজ। কেননা তারা ভবিষ্যতে সুনাগরিক পরিবেশ সুরক্ষায় পরিকল্পনা ও পরিবেশের উন্নয়নের দায়িত্ব তারা নিলে তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। যারা সচেতন নয়, তাদের সচেতন করে তোলার লক্ষ্যে ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারে। দলবদ্ধভাবে পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার, ফেস্টুন, চার্ট তৈরি করে শোভাযাত্রার মাধ্যমে, বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ বা বিশ্ব পরিবেশ দিবস এর মতো অনুষ্ঠানের প্রয়োজন করে এ কাজে তারা সামিল হতে পারে।

            বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ব্যাপারে বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ রোধে ছাত্র ছাত্রীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নিজেদের দাবি জানাতে পারে। প্লাস্টিক ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে অবহিত করতে পারে। দূষণমুক্ত পরিবেশে গড়ে তোলার আবেদন জানিয়ে আলোচনা সভা ও  পথনাটিকার আয়োজন করতে পারে। এছাড়াও ক্যুইজ ,বক্তৃতা, বিতর্ক, আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে, পরিবেশ বিষয়ক প্রকল্প নির্মাণ,প্রাচীরপত্র লিখন, দেয়াল পত্রিকা লিখন এবং সংবাদপত্রে  প্রতি যে গান রচনার মাধ্যমে ও পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।



                                     

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
ইহাই প্রথম পোষ্ট
26 October 2022 at 07:10

కంజనఝడటఛకచధజఝ ఠటడప ఠపఠంపబ తథటఢచ డఠంఛకజఠపడధటడప డనఠ ఠపఠశబఫషషప పనపంఅంఒఒపభమఞ ఞణఛఖఘప

Reply
avatar